মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সাঁথিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সামনে সমবেত হয়। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু,আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম,বরিউল করিম হিরু,সাখাওয়াত হোসেন সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা প্রমুখ। শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS