শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাঁথিয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় কিন্ডার গার্টেন এসোসিয়েশানের উদ্যোগে কিন্ডার গার্টেন শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কিন্ডারগার্টেন এসোসিয়েশান সাঁথিয়া উপজেলার শাখার আয়োজনে রোববার বিকেল ৩টায় সাঁথিয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সেমিনারে উপজেলা শাখার সভাপতি ফজলুল হক সরকারের সভাপতিত্বে ও রেজাউল করিম খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশানের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্নমহাসচিব ফারুক হোসেন, কিন্ডার গার্টেন এসোসিয়েশানের পাবনা জেলা শাখার সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমূখ। সেমিনারে মূল আলোচক ছিলেন সাঁথিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ সালাউদ্দিন বাবু। বক্তারা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের কিন্ডার গার্টেন শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং এসোসিয়েশানের ঐক্যর ধারাবাহিকতা অব্যহত রাখতে নেতৃবৃন্দদের প্রতি আহবার জানান। এ সময় বিভিন্ন কিন্ডার গার্টেনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

৩৫৭ বার ভিউ হয়েছে
0Shares