শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে বিজুর বর্ণিল শোভাযাত্রা

পানছড়িতে বিজুর বর্ণিল শোভাযাত্রা

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি : পানছড়ির পাড়ায় পাড়ায় বইছে উৎসবের আমেজ। আনন্দে মেতে উঠেছে আবাল-বৃদ্ধ ও বনিতারা। বৈসাবিনের আনন্দ উপভোগে এরি মাঝে আপনালয়ে ফিরছে শহরে পড়–য়া শিক্ষার্থী ও চাকুরীজীবিরা। ৯’এপ্রিল (রবিবার) থেকে বিজুর আনন্দে জেগে উঠেছে উপজেলার কিনাচান পাড়াবাসী। দিনের শুরুতেই স্বপ্নসিঁড়ি ক্লাব, রেগা সমিতি ও কিনাচান পাড়াবাসীর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। “ঐতিহ্য ও সংস্কৃতি হোক সম্প্রীতির বন্ধন” এই প্রতিপাদ্য ব্যানারে র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডাক আর ঢোলের ধ্বনিতে পুরো এলাকা ছিল মুখরিত। এ উপলক্ষে তিন দিন ব্যাপী চলবে বিজু মেলা। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন হবে বিজু গানের পাশাপাশি নৃত্য। অনুষ্ঠানের চমক লাগাতে বানানো হয়েছে দৃষ্টিনন্দন একটি মঞ্চ। মঞ্চের পাশে হোটেল রং ঢংয়ে মিলবে মজাদার খাবার। উদযাপন কমিটির সদস্য সচিব শুভ্র জ্যোতি চাকমা জানান, স্বপ্নসিঁড়ি ক্লাব ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজন এবার জমে উঠেছে। এরি মাঝে ঐতিহ্যবাহী খেলাধুলাও অনুষ্ঠিত হবে। সকল সম্প্রদায়ের প্রতি তিনি বিজুর শুভেচ্ছা জানিয়েছেন।

৯৩ বার ভিউ হয়েছে
0Shares