শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আটোয়ারীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

আটোয়ারীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ৩১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ও বিরূপ প্রভাব নিয়ে আলোকপাত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ জাহিদ হাসান। আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধিজন বক্তব্য রাখেন।
বক্তারা তামাকমুক্ত বিশ্ব গড়তে করণীয় বিষয় সমুহ এবং তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন।

২৪৯ বার ভিউ হয়েছে
0Shares