রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পঞ্চগড় : বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ‘তামাক নয়,খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
বুধবার(৩১মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
বক্তারা বলেন, সরকার ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত দেশ ঘোষণার অঙ্গীকার করেছেন। সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছেন। ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং আইনের প্রয়োগ জোরদার করার আহবান জানান।
এসময় স্থানীয় সরকার বিভঅগের উপপরিচালক মো. আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, সমাজসেবা অদিপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালম মো. শামীম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, আলাউদ্দিন প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।

৯৩ বার ভিউ হয়েছে
0Shares