বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিজিবি জব্দকৃত কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বিজিবি জব্দকৃত কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বিটন চৌধুরী, প্রতিনিধি খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড় উপজেলায় এক কোটি ৬২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন। এইসব মাদকদ্রব্য বিভিন্ন সীমান্ত থেকে জব্দ করা হয়েছে বলে জানায় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন। আজ শনিবার (৪ নভেম্বর) বিকেলে রামগড়ের ভুজপুর বাগানবাজার হাই স্কুল মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

৪৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, বিভিন্ন সময় রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ফটিকছড়ি ও মীরেরসরাই উপজেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকারের এ মাদকদ্রব্য জব্দ করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের রয়েছে, ৭ হাজার ২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ পিচ ভারতীয় বিয়ার ক্যান, এক হাজার ৯২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯ হাজার ৮৭৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪০৯ কেজি ৩৬ গ্রাম ভারতীয় গাঁজা, ২০৮ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিচ টার্গেট ট্যাবলেট, ৪০ পিচ সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিচ নিম সোলাইড ট্যাবলেট। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য এক কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিজিবির গোয়েন্দা ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের গ্রæপ কমান্ডার লে. কর্নেল মো. সুরুজ মিয়া, বিজিবির দক্ষিন-পূর্ব রিজিয়নের (চট্টগ্রাম) পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. সফিকুর রহমান, ৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ, ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির।

এসময় ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ খান, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, মিরেরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এতে উপস্থিত ছিলেন।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS