শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে পানির উৎস সনাক্তকরণ ও পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

পানছড়িতে পানির উৎস সনাক্তকরণ ও পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি :; খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানির উৎস সনাক্তকরণ ও পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের অধীনে ভেলিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯’মে সোমবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় এর আয়োজক ছিল (সিইজিআইএস) সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস। যা পানি সম্পদ মন্ত্রানলয়ের অধীন একটি সরকারী ট্রাস্ট। প্রকল্পের গবেষনা সহযোগী এ.বি.এম মোস্তাইন বিল্লাহ’র সঞ্চালিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফেরোজ। সিএইচটিডিবি পানছড়ি উপজেলা প্রকল্প ব্যবস্থাপক শিবেন তালুকদারের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়েই শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। প্রকল্পের গবেষনা সহযোগী মোহাম্মদ আজিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে গবেষনা ফলাফলের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। যার মাঝে ছিল পানছড়ি উপজেলার বহু অজানা তথ্য। অনুষ্ঠানের উম্মুক্ত আলোচনার পর পরই দিক-নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা, উপজেলা কৃষি অফিসার নামজুল ইসলাম মজুমদার ও উপজেলা প্রকৌশলী মো: আবদুল খালেক। এ সময় প্রকল্পের গবেষনা সহযোগী মোহাম্মদ শহীদুর রহমান ছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, ইউপি চেয়ারম্যান, হেডম্যান-কার্বারীসহ প্রকল্পের মাঠ সংগঠকরা উপস্থিত ছিলেন।

২৭৫ বার ভিউ হয়েছে
0Shares