সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
খাগড়াছড়িতে পাহাড়ি ময়না পাখি উদ্ধার

খাগড়াছড়িতে পাহাড়ি ময়না পাখি উদ্ধার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি । খাগড়াছড়ি থেকে পাচার করার সময় ছয়টি পাহাড়ি ময়না পাখি উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ফেনীগামী শান্তি পরিবহন বাস থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

বন বিভাগ জানান, ফেনীগামী শান্তি পরিবহন একটি বাসের তল্লাশি চালিয়ে একটি খাঁচা থেকে ছয়টি ময়না পাখির বাচ্চা উদ্ধার করে আমাদের অফিস হেফাজতে নিয়ে আসি। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধী পালিয়ে যায়।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ছয়টি পাহাড়ি ময়না পাখি জব্দ করি । পাখিগুলোকে সুস্থ হলে বনে অবমুক্ত করব। বন্যপ্রানী শিকার করা ও পাচার করা দন্ডনিয় অপরাদ। পাহাড়ি ময়নাসহ যে কোনো বন্যপ্রানী পাচার রোধে বন বিভাগ কাজ করছে।

২৪ বার ভিউ হয়েছে
0Shares