শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

পঞ্চগড় : পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২২ মে) সকালে পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে এই ভূমি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
পরে সেখানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাদ জাহান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান. আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র বর্মণ, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, এটিএম সারোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন স্থাপন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ ২২ জন জমির মালিককে ৫০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

৩০ বার ভিউ হয়েছে
0Shares