রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রতিবাদ সভা

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রতিবাদ সভা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২০মে শনিবারঃ ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় অর্থের বিনিময়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী স্থানীয় পত্রিকা দৈনিক বাঙ্গালী সময়ে নিয়োগে অনিয়মের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে বিদ্যালয়ের পক্ষে প্রতিবাদ সভা করেছেন বিদ্যালয় পরিচালনা পরিষদ।

২০মে শানবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় চত্বরে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউছুফ আলী মিঠু। লিখিত বক্তব্যে তিনি বলেন নিয়োগ নিয়ম মেনেই, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়মের কোন ব্যত্যয় ঘটেনি। ১৪ মে রোববার ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী সময়ে “ফরিদপুরে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মি নিয়োগে দুর্নীতির বারামখানা গার্লস স্কুল”পরীক্ষায় কোরাম পূরণে পূর্ব নির্ধারিত চুড়ান্ত প্রার্থীদের স্বজনদের অংশ গ্রহন, ছিলো ভুয়া প্ররীক্ষীর্থী। এই সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষক বলেন এ ধরনের কোন ঘটনাই ঘটে নাই। আমরা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ কামাল হোসেন, মোঃ আজিজুর রহমান, আবুল কাশেম, মোঃ জামাল হোসেন শাহজাহান ও শ্রীরাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান লাভলু। তিনি তার বক্তব্যে বলেন শ্রাবন নামে এক সংবাদিক বাঙ্গালী সময়ের পরিচয় দিয়ে অন্য কক্ষে নিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা দাবী করেন। আমি টাকা দেওয়ার অস্বীকার করলে সংবাদ প্রকাশের হুমকি দেন। পরবর্তীতে ফরিদপুরের স্থানীয় দৈনিক বাঙ্গলী সময়ে সংবাদ প্রকাশ করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট পত্রিকার প্রতিনিধি শ্রাবনের কাছে জানতে চাইলে তিনি টাকার বিষয়টি অস্বীকার করে বলেন আমি কোন টাকা দাবী করি নাই। এ বিয়য়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন বলেন স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares