বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে ৫দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশের উদ্বোধন

মধুখালীতে ৫দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশের উদ্বোধন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি ২ মার্চ বৃহস্পতিবারঃ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরের মধুখালীতে ৫ দিন ব্যাপি ৭ম স্কাউট উপজেলা সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মধুখালি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট সমাবেশে উদ্বোধন করেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব কারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা আক্তার , উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজির হোসেন মৃধা, মধুখালী পাইলট স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল মনসুর ফরিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সমাবেশে আগত উপজেলার ৪৩ টি স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ।

প্রধান অতিথি মনজুর হোসেন স্কাউটদের সালাম গ্রহণ করেন ও তাবু পরিদর্শন করেন।স্কাউট সমাবেশে উপজেলার ৪৩ টি স্কাউট টিম অংশগ্রহণ করেছে। আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ৫ দিনব্যাপী স্কাউটদের প্রশিক্ষণ দেওয়া হবে, প্রতিদিন সন্ধ্যায় স্কাউটদের অংশগ্রহণে দেশের ইতিহাস ও সাংস্কৃতি তুলে ধরে তাঁবু জলসার আয়োজন করা হবে। ৫ মার্চ রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কাউট সমাবেশের সমাপ্তি ঘটবে।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS