রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বিএন‌পি-ছাত্রলীগ সংঘ‌র্ষ পটুয়াখালী‌তে সাংবা‌দিকসহ আহত-১৫

বিএন‌পি-ছাত্রলীগ সংঘ‌র্ষ পটুয়াখালী‌তে সাংবা‌দিকসহ আহত-১৫

পটুয়াখালী প্রতিনিধি : পূর্ব-নির্ধা‌রিত কর্মসূচীর অংশ হিসা‌বে পটুয়াখালী শহ‌রের বনানী এলাকায় দলীয় কার্যাল‌য়ে বিএন‌পির জনসমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়েছে। শ‌নিবার সকাল ১০টায় পটুয়াখালী শহ‌রের বনানী এলাকায় দলীয় কার্যাল‌য়ে বিএন‌পির এ জনসমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। কে‌ন্দ্র্রিয় নেতা আবদুল আউয়াল মিন্টুর বক্তব‌্য চলাকা‌লে বেলা ১১টার দি‌কে জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক তান‌ভির হাসান আ‌রি‌পের নেতৃ‌ত্বে বিএন‌পির সমা‌বে‌শে হামলা শুরু কর‌লে উভয় দলের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর ছ‌ড়ি‌য়ে পর‌লে জেলা যুবলীগ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ঘটনাস্থ‌লে পৌছ‌লে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এবং ১৫-২০‌মি‌নিট উভয়প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ চলাকালে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আন‌তে পু‌লিশ ক‌য়েক রাউন্ড কাদা‌নে গ‌্যাস নি‌ক্ষেভ ক‌রে। এঘটনায় মাই‌টি‌ভির পটুয়াখালী প্রতিনিধি সাংবাদিক ম‌শিউর রহমান বাবলুসহ উভয় দ‌লের অন্তত ১৫জন আহত হয়েছে।

পটুয়াখালী জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব স্নেহাংশু সরকার কু‌ট্টির অ‌ভি‌যোগ শা‌ন্তিপূর্ন প‌রি‌বে‌শে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ প‌রিক‌ল্পিত ভা‌বে হামলা চা‌লি‌য়ে আমা‌দের ১০‌থে‌কে ১৫জন কর্মী‌কে আহত ক‌রে‌ছে।

অপর‌দি‌কে, পটুয়াখালী জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক তানভির হাসান আ‌রিপ ব‌লেন, সন্ত্রাস নৈরা‌জ্যের প্রতিবা‌দে আমরা মি‌ছিল কর‌লে বিএন‌পির গুন্ডারা আমাদের উপর হামলা চালায়। এ‌তে আমা‌দের ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছে।

সংঘ‌র্ষের পরে দুপুর ১২টায় কে‌ন্দ্রিয় বিএন‌পি নেতা আবদুল আউয়াল মিন্টু তাৎক্ষ‌নিক এক সংবাদ স‌ম্মেল‌নের আয়োজন করেন। তিনি সংবাদ স‌ম্মেল‌নে ব‌লেন, তত্ত¡াবধায়ক ছাড়া সুষ্ঠু অবাধ নির‌পেক্ষ ও গ্রহণ‌যোগ‌্য কোন নির্বাচন হ‌বেনা। এসময় কে‌›িন্দ্রয় বিএন‌পির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ‌বিএম মোশাররফ হো‌সেন, জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব স্নেহাংষু সরকার কু‌ট্টিসহ অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে হো‌টেল হিলট‌নের তৃতীয়তলায় এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার ও‌সি ম‌নিনুজ্জামান জানান, প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আন‌তে ক‌য়েক রাউন্ড কাদা‌নে গ‌্যাস নি‌ক্ষেভ ক‌রে প‌রি‌স্থি‌তি পু‌লি‌শের নিয়ন্ত্রনেঅনতে হয়েছে।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares