শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে বঙ্গবন্ধ ুম্যুরালে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি

মধুখালীতে বঙ্গবন্ধ ুম্যুরালে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি১৫আগস্ট সোমবারঃ সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত ।

১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮টায় জাতিয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মধুখালী রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় ও শোকের প্রতিক কালো পতাকা উত্তলন করা হয় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বক্রু নেতৃত্বে।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিদুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্প স্তাবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি পরবর্তি উপজেলা আওয়ামীলীগ, মধুখালী থানা,ফরিদপুর চিনিকল,সরকারী আইনউদ্দিন কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাবরেজিষ্ট্রার অফিস,ভুমি অফিস, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়,ফায়ারসার্ভিস,আনসার ও ভিডিপি, মধুখালী পৌরসভা, পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুলের এর পক্ষে, উপজেলা মহিলা আওয়ামীলীগ,মধুখালী মহিলা পরিষদ জেলা পরিষদের সদস্য, উপজেলা পুজা উদযাপন পরিষদ,আদিবাসি সম্প্রদয় সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীর উপর আলোচলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম , এমপি পতœী সেলিনা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস,সাবেক উপপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাব। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীর উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS