শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন</span> <span class="entry-subtitle">ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের</span>

বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৭ ফেব্রæয়ারী ২০২৪খ্রিঃ মঙ্গলবারঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া পাওনার দাবিতে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।

২৭ ফেব্রæয়ারী ২০২৪ইং মঙ্গলবার সকাল ১০টায় ফরিদপুর সুগার মিলস্ লিমিটেঠের প্রধান ফটকের সামনে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তা কল্যান সমিতির সহসভাপতি মোঃ সিদ্দিক আলী খানের সভাপতিত্বে বকেয়া পাওনার দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচী ও মানবন্ধনে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো: শাহিন মিয়া, সাবেক শ্রমিক নেতা মো: রেজাউল হক (সিআইসি), আবুল বাশার বাদশা, মো: মুজিবুর রহমান মন্টু,আব্দুল হাই কাজল,মো: রফিকুল ইসলাম (সিআসি),শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত কুটিসহ প্রমুখ। উল্লেখ ২০১৪ খ্রিঃ থেকে শ্রমিক কর্মচারী-কর্মকর্তাগণ অবসরে যাওয়া শুরু করেন। এ পর্যন্ত ফরিদপুর চিনিকলে প্রায় ৪শতাধিক শ্রমিক কর্মচারী-কর্মকর্তা অবসরে গিয়েছেন। ফরিদপুর চিনিকলের কাছে বকেয়া পাওনা গ্যাচুইটির সমুদয় অর্থ প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS