বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্তমান ও সাবেক সম্পাদক অনুসারীদের সংঘর্ষ

নাটোরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্তমান ও সাবেক সম্পাদক অনুসারীদের সংঘর্ষ

ইসাহাক আলী, নাটোর, ০২ মে-প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কবির বিন আনোয়ারের উপস্থিতিতে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে দলের বর্তমান ও সাবেক জেলা সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র সহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে। এ সময় আলোচনা সভার চেয়ার ভাংচুর সহ উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এ সময় কবির বিন আনোয়ার নিজে হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে একটি আইটি ভবন (স্মার্ট কর্ণার) উদ্বোধনের জন্য মন্ত্রী পরিষদের সাবেক সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কবির বিন আনোয়ার মঙ্গলবার নাটোরে আসেন। তিনি স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে আলোচনা সভা শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের জেলা পর্যায়ের নেতা কর্মীরা। সভা চলাকালে দুপুর ১টার দিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সমর্থকরা তাদের নেতাদের নামে বিভিন্ন শ্লোগান দেওয়া শুরু করেন। এ সময় সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরা পালটা শ্লোগান দেয়া শুরু করলে প্রথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পড়ে এক পর্যায়ে দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুর করা হয়। এতে নারী নেতাকর্মি ও সাধারণ কর্মিদেনর মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তারা নিরাপদ স্থান খুজতে থাকে। সভায় পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন পুলিশ সুপার সাইফুর রহমান। বর্তমানে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কবির বিন আনোয়ারের বক্তব্যের সময় বিএনপি জামায়াত থেকে আগত এমপি শিমুলের অনুসারীরা হঠাৎ অনুষ্ঠানে বসে থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে চড়াও হন এবং পায়ে পৃষ্ট করে অনেক নেতাকর্মী আহত হয়। এ সময় কবির বিন আনোয়ার নিজে হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। এ সময় নতুন করে সভা শুরু হলে এমপি শিমুলের কালো রং এর হাইস গাড়ি থেকে অস্ত্র, লাঠি ও হাসুয়া নিয়ে এসে দ্বিতীয় দফায় হামলা করা হয়। এই হামলায় বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস ও ছাত্রলীগের আরেক নেতা আহত হয়েছে।

অপরদিকে সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, নেতাকর্মীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছিল এটা তেমন কিছু নয়। সাথে সাথেই বিষয়টি আপোষ করে পরে ভালোভাবেই অনুষ্ঠান শেষ হয়েছে। তার বিরুদ্ধে আনা কোন অভিযোগই সঠিক নয় দাবী করে তিনি বলেন, সাধারণ সম্পাদক রমজানের অনুসারী হাইব্রীড নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেছেন, দুই গ্রæপের পালটা পালটি শ্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলেও এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

১০০ বার ভিউ হয়েছে
0Shares