শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভাঙ্গুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধুর অবস্থান

ভাঙ্গুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধুর অবস্থান

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় পরকীয়ার টানে ৪ বছরের শিশু সন্তান রেখে এক গৃহবধু জুয়েল রানা নামের এক প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে। ঘটনা ঘটেছে ভাঙ্গুড়া পৌর সদরের মেন্দা কলেজপড়া এলাকায়। জুয়েল রানা ওই এলাকার নুর ইসলাম সওদাগরের ছেলে।

স্থানীয় স‚ত্রে জানা যায়, ভাঙ্গুড়া সদরের কলেজ পাড়া এলাকার শাহাদত সওদাগরের ছেলে মেহেদির সাথে নাটোর জেলার সিংড়া উপজেলার জনৈক ব্যক্তির কন্যার ৫/ ৬ বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয়েছিল । বিবাহের পর সুখেই কাটছিল তাদের সংসার।

এরই মধ্যে তাদেও কন্যা সন্তানের জন্ম হয়। মেহেদীর প্রতিবেশী সম্পর্কের চাচতো ভাই জুয়েলের সাথে ওই গৃহবধু পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন। গত রবিবার (৩০ এপ্রিল) ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। এবং গৃহবধু সকালে ট্রেন যোগে ঢাকা চলে যান। কিন্তু জুয়েল রানা ঢাকা না যাওয়ায় পরের দিন ঐ গৃহ বধু রাত সাড়ে ৮টার দিকে বিয়ের দাবিতে জুয়েল রানার বাড়িতে অবস্থান নেয়।

এর পর স্থানীয়ভাবে বিষয়টি সুরাহর জন্য গ্রাম্য প্রধানদের মাধ্যমে রাত অবধি চলে দেন দরবার। পরে স্থানিয় কাজির মাধ্যমে গৃহবধু ও তার স্বামীর খোলা তালাক করিয়ে পরকিয়া প্রেমিক জুয়েল রানা সাথেই বিবাহে সিদ্ধান্ত নেন তারা। বর্তমান ঐ গৃহবধু জুয়েল রানান চাচা হাজী শামসুল হকের বাড়িতে আছে।

ঘটনার বিষয়ে স্থানীয় কাউন্সিলর ইমরান হোসেন জানান, স্থানীয় গণ্যমান্য ও প্রধান বর্গের সাথে বসে গৃহবধ‚র বিষয়টি নিয়ে মধ্যরাত অবধি আলোচনা করে জুয়েল রানার সাথেই বিবাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস ১৩ দিন পর্যন্ত মেয়ে সেখানেই থাকবে।

১২৯ বার ভিউ হয়েছে
0Shares