শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুই জেলেকে অপহরন করে মুক্তিপন দাবী আটক-৩

দুই জেলেকে অপহরন করে মুক্তিপন দাবী আটক-৩

পটুয়াখালী প্রতিনিধি : তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় দুই জেলেকে আস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপন আদায়ের ঘটনায় ৩ অপহরনকারী আটক করেছে পটুয়াখালীর দশমিনায় হাজীর হাট নৌ-পুলিশ। বুধবার রাতে তেঁতুলিয়া নদীর ভুতুমচর এলাকায় এঘটনা ঘটেছে।

দশমিনা থানা সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দশমিনা উপজেলার হাজির হাট এলাকার বাসিন্দা সেকান্দার হাওলাদারের ছেলে লোকমান হাওলাদার (৫২) এবং কাজেম আলী মেলকারের ছেলে বাবুল মেলকার (৫৫) তেতুলিয়া নদীর ভুতুমচর এলাকায় মাছ শিকারে যায়। এসময় দুটি ট্রলারে এসে ৬ জন অপহরনকারী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে বাউফল উপজেলার চন্দ্রদীপ এলাকার গহীন জঙ্গলে নিয়ে আটকে রেখে অপহরন করা জেলেদের পরিবাররের কাছে ফোন করে বিক্যাশে ৮০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। এসময় জেলেদের ওপর শাররীক  নির্যাতন চালানো হয়। জিম্মি জেলে পরিবারের সদস্যরা বিষয়টি দশমিনা নৌ পুলিশ ফাড়িকে অবহিত করলে তারা দশমিনা থানা পুলিশের সহায়তায় অপহরনকারীদের মোবাইল লোকেশন ট্রাক করে বাউফলের কালাইয়া লঞ্চঘাটের পূর্ব পাশের সড়ক থেকে লালমোহন উপজেলার বদরপুর গ্রামের জামাল হাওলাদারের ছেলে মুক্তার হাওলাদারকে (২১) আটক করে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে চন্দ্রদীপের গহীন জঙ্গল থেকে হাত পা মুখ বাধা অবস্থায় অপহৃত জেলেদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে বদরপুর গ্রামের শাকিল হাওলাদার (২২) এবং মোঃ বাবুকে (২৫) আটক করেছে। এসময় অপহরনকারীদের খেকে অপহরনে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেতুলিয়া নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের প্রায়ই অপহরন ও জিম্মি করে বিক্যাশে টাকা আদায় করতেন ওই চক্রটি। এবিষয়ে নৌ পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন বলেন, অপহরনে অভিযুক্ত তিন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। এঘটনায় অপহৃত বাবুল মেলকারের ছেলে মোঃ জামাল মেলকার বাদী হয়ে দশমিনা থানায় অপহরন করে মুক্তিপন আদায় ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন\

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS