বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে ৭ ভিক্ষুক পেল গরু, ২০ দুস্থ পেল ৪ লাখ টাকার ঋণ

পার্বতীপুরে ৭ ভিক্ষুক পেল গরু, ২০ দুস্থ পেল ৪ লাখ টাকার ঋণ

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচী আওতায় ৭ ভিক্ষুক পরিবার ১টি করে গরু ও পল্লী মাতৃকেন্দ্রের ঋণ কর্মসূচির আওতায় ২০ দুস্থ পরিবার ৪ লাখ টাকার ঋণ সুবিধা পেয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আমজাদ হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুর মোমিনীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়।

৫৩৭ বার ভিউ হয়েছে
0Shares