শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরের পলাশবাড়ী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী রুহুল আমিন চেয়ারম্যান নির্বাচিত

পার্বতীপুরের পলাশবাড়ী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী রুহুল আমিন চেয়ারম্যান নির্বাচিত

জান্নাত ফেরদৌস,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুহাম্মদ রুহুল আমিন (প্রভাষক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি পন্থী) অহিদুল হক সরদার মার্কা আনারস ও স্বতন্ত্র প্রার্থী মোফাক্ষারুল ইসলাম ফারুক মার্কা মোটরসাইকেল।

নির্বাচনের বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুহাম্মদ রুহুল আমিন ১৪ হাজার ৭৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুল হক সরদার আনারস মার্কায় ভোট পেয়েছেন ৩ হাজার ৭৭৭।

৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার সংখ্যা ১৪ হাজার ৫৩৯ জন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ রুহুল আমিন কে বিপুল ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক এবং সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই কে  অভিনন্দন জানিয়েছেন।

২০০ বার ভিউ হয়েছে
0Shares