শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ী সাদ্দাম মাংস হাউজে ৫৬০ টাকায় মাংস বিক্রি, ক্রেতাদের সন্তোষ প্রকাশ

ফুলবাড়ী সাদ্দাম মাংস হাউজে ৫৬০ টাকায় মাংস বিক্রি, ক্রেতাদের সন্তোষ প্রকাশ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এখন ৫৬০টাকায় মাংস বিক্রি ক্রেতারা এতে খুশি। গরুর দাম বাজারে কিছুটা কমলেও চামড়ার দাম একেবারেই কম। সেই দিকে লক্ষ রেখে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে সাদ্দাম মাংস হাউজের স্বাত্তাধীকারী মোঃ সাদ্দাম হোসেন অল্পলাভে বিক্রিয় করছে মাংস। এছাড়া স্বাস্থ্য সম্মত গরু ক্রয় করে তার জবাই করে এই মাংস বিক্রি করছেন। কম দামে মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। একাধীক ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন জায়গায় ৬৮০-৭২০টাকা পর্যন্ত মাংস বিক্রি হলেও সাদ্দাম মাংস হাউজে ৫৬০টাকায় মাংস ক্রয় করতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছি। আমরা আশা করব অন্যন্যা ব্যবসায়ীরাও এই দামে মাংস বিক্রয়ের উদ্দোগ গ্রহণ করবেন। যাতে করে নি¤œ আয়ের মানুষেরাও মাংস ক্রয় করে খেতে পারে। এ ব্যপারে পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন জানান, ৫৬০টাকায় মাংস বিক্রয়ের বিষয়টি প্রশংসনীয়, আমি সকল ব্যবসায়ীদের আহব্বান জানাব যাতে তারাও কম মুনাফাতে মাংস বিক্রয় করে, যাতে করে সাধারণ মানুষ যেন ক্রয় করে খেতে পারে।

৬৬ বার ভিউ হয়েছে
0Shares