মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সোমবার (২২’মে) বিকাল ৫’টা থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে। প্রতিবাদ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইউছুপ (মেম্বার) প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী উজ্জ্বল, যুবলীগ সভাপতি আল-আমিন, ৩নং পানছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়েদুল হক আবাদসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares