বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে নৌকায় ভোট দেয়ার আহবান জানালেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

পানছড়িতে নৌকায় ভোট দেয়ার আহবান জানালেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

 পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কুজেন্দ্র লাল ত্রিপুরার নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। ১’জানুয়ারী সোমবার বিকাল ৩’টা থেকে পানছড়ি বাজারের প্রধান সড়কের পাশেই দৃষ্টিনন্দন এক মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়। পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহামুদের সঞ্চালিত পথসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৯৮নং আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ উপলক্ষে বেলা ১টা থেকেই মিছিলে মিছিলে মুখরিত ছিল পানছড়ি বাজারের প্রধান সড়ক। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও জনসাধারণের উপস্থিতিতে প্রধান সড়ক পরিনত হয় জনসমুদ্রে। এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল মোমিন। এ সময় বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সতীশ চন্দ্র চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা ও সদ্য জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া ইঞ্জিনিয়ার খোরশেদ আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা কখনো দেশের উন্নয়ন সহ্য করতে পারেনা। তারা বার বার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। একাত্তরে বিএনপি-জামাত যে অবস্থায় ছিল ২০২৪ সালেও তারা একি অবস্তায় আছে। তারা ষঢ়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের শক্তিকে দুর্বল করতে চায়। তাদের হরতাল আর অবরোধ এগুলো সব পুরোন খবর। জনগন এখন এসব মানে না। জনগন উন্নয়নে বিশ^াসী। একমাত্র শেখ হাসিনার হাত ধরেই দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তাই আগামী ৭’জানুয়ারী ব্যালটের মাধ্যমেই দেশবাসী তা প্রমান করবে। সর্বস্তরের মানুষের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি জানান। সকল ষঢ়যন্ত্রকে মোকাবেলা করে সামনের নির্বাচনে সবার কাছে তিনি নৌকা মার্কার ভোট চেয়ে দোয়া ও আর্শিবাদ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু বড়–য়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ দিদারুল আলম দিদারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধরা।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS