শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন

নাচোলে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার ; “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ও সর্বোত্তম এবং উন্নত ডিজিটাল পরিসেবা প্রদানকারি স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়। উপজেলা পরিষদ ফুটবল মাঠে ৪টি প্যাভেলিয়নের আওতায় ৩৪টি স্টলে সরকারের ডিজিটাল ও দেশের ডিজিটাল পরিসেবার চিত্র তুলে ধরে তাদের সেবা প্রদর্শণ করে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রতিষ্ঠান ও ব্যক্তি কেন্দ্রীক নতুন উদ্ভাবককে সরকারী অনুপ্রেরনা ও পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য এ মেলার আয়োজন করে সরকারের আইসিটি বিভাগ। এবছর “উদ্ভাবনী জয়োল্লাসে ষ্মার্ট বাংলাদেশ”-প্রতিপাদ্যকে উপজীব্য করে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত চারটি প্যাভিলিয়নের পরিসেবা প্রদর্শনের পর বিকেলে উপজেলা প্রশাসনের পরিদর্শনের পর সর্বোচ্চ ও উন্নত সেবাদানকারী স্টলের মধ্যে ৩টি স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেসাহাইমেনা শারমীন, উচ্চ আদালতের রায়ে সদ্য স্বপদে যোগদানকৃত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এবারে ডিজিটাল উদ্ভাবনী মেরায় সেরা স্টল হিসেবে ১ম স্থান অধিকার করে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় স্থান পায় নাচোল খ.ম. সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে উপজেলা কৃষি অফিস। অন্যদিকে সেরা উদ্ভাবক হিসেবে ১ম স্থান অধিকার করে প্রাথমিক শিক্ষা অফি, ২য় স্থান অধিকার করে মাধ্যমিক শিক্ষা অফিস ও ৩য় স্থান অধিকার করে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’র মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

২৬৭ বার ভিউ হয়েছে
0Shares