শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে অ্যালকোহোল ক্রয়- বিক্রয়কালে আটক-২

বিরলে অ্যালকোহোল ক্রয়- বিক্রয়কালে আটক-২

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥ বিরল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মের্সাস সেবা হোমিও ফার্মেসী হতে ৬৩ বোতল অ্যালকোহোল উদ্ধার করেছে। এ সময় হোমিও চিকিৎসক তাজিমুল ইসলামসহ মাদকসেবী হাবিলকে আটক করা হয়।
জানা গেছে, বিরল পৌর শহরের বিরল বাজার-ধুকুরঝাড়ী সড়কের শংকরপুর মোড় সংলগ্ন মের্সাস সেবা হোমিও ফার্মেসী হতে মাদকদ্রব্য হিসেবে মাদক সেবীদের কাছে অ্যালকোহোল বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সুকুমার চন্দ্র রায় এর নেতৃত্বে এ এস আই শফিকুর রহমান সংগীয় ফোর্স নিয়ে গত ৫ এপ্রিল সন্ধ্যায় মের্সাস সেবা হোমিও ফার্মেসী হতে উপজেলার ধামইর ইউনিয়নের ধামই গ্রামের ডিপপাড়ার আনিছুর রহমান এর ছেলে হাবিব (২২) এক বোতল অ্যালকোহোল নেওয়ার সময় পুলিশ হাতে নাতে তাকে আটক করে। পরে ওই ফার্মেসী তল্লাসী করে ৬৩ বোতল অ্যালকোহোল উদ্ধার করে। এ সময় ওই ফর্মেসীর স্বত্বাধিকারী হোমিও চিকিৎসক তাজিমুল ইসলাম (৪৫) কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় থানার এস আই সুকুমার চন্দ্র রায় বাদি হয়ে আটক দুই জনের বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারায় বিরল থানায় একটি মামলা দায়ের করে। আটক দুই জনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares