শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় ভূমিহীন  – গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

কলমাকান্দায় ভূমিহীন  – গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “আশ্রয়ন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল” এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও র্ভাচুয়ালের মাধ্যমে সারা দেশে একযোগে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেছেন।

এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় ও চতুর্থ পর্যায়ে কলমাকান্দা উপজেলায় ২১১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম  উদ্ভোধন করেন।

কলমাকান্দা উপজেলা পরিষদের  হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, কলমাকান্দা থানার ওসি (তদন্ত)  খোকন কুমার সাহা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ইউপি’র চেয়ারম্যানগণসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS