শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত

কলমাকান্দায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন করা হয়েছে।

 উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক প্রসব সেবা, জরুরী প্রসূতি সেবা,   প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা ও প্রজনন স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন পরামর্শ জানতে ১৬৭৬৭ নম্বরে কল দেয়ার বিষয়ে প্রচারণাসহ বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম করা হয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. বিজয় প্রকাশ বিশ্বাস জানান, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ০৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহব্যাপী বিভিন্ন বিষয়ে বিশেষ সেবা দেওয়া হয়েছে।

১৮৯ বার ভিউ হয়েছে
0Shares