রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দেবী দুর্গার নবমীপূজা

কলমাকান্দায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দেবী দুর্গার নবমীপূজা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সাতন্নটি পূজামন্ডপে দেবী দুর্গা পূজার আনুষ্ঠানিকতা ও পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার প্রতিটি মন্দিরে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দেবী দুর্গার নবমীপূজা। পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যারতী, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুলিশের পাশাপাশি প্রতিটি মন্দিরে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে আনসার ও ভিডিপির ৩৬৬ জন সদস্য। সোমবার রাতে বাসাউড়া দূর্গা মন্দির, লোকনাথ মন্দির, কলমাকান্দা সদরের রামকৃষ্ণ আশ্রম, লোকনাথ মন্দিরসহ আরও বেশ কয়েকটি মন্দির পরিদর্শণ করেছেন জেলা কমান্ড্যান্ট মো. গোলাম মৌলাহ তুহিন, সহকারি জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আব্দুস সামাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর মামুদ, উপজেলা প্রশিক্ষক আব্দুল আউয়াল প্রমুখ।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares