শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

জলঢাকায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ পঞ্চগড়ে বিএনপি জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের প্রতিবাদে ও রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে দেশব্যাপী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নীলফামারীর জলঢাকা উপজেলায় শান্তি সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবলীগ। এ উপলক্ষে রবিবার সন্ধায় পৌরশহরের অন্বেষা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, উপজেলা মৎস্য জীবিলীগের আহবায়ক কুলো চন্দ্র রায়, যুবলীগ নেতা শাহান কবীর শাহিনুর, খাদেমুল ইসলাম ও পৌর তাতীলীগের সম্পাদক শিমুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS