শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডোমারে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রবিউল হক রতন,ডোমার (নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা।
রবিবার (২৬ মার্চ) বাদ ফজর ডোমার পৌরসভার এক মসজিদে ডোমার পৌরসভার আমীর মোঃ নুর কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আব্দুল হক। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে  উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল হক বলেন, মহান মুক্তিসংগ্রাম ও বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS