সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে কমিউনিটি পুলিশং ডেতে আনন্দ শোভাযাত্রা।

ডোমারে কমিউনিটি পুলিশং ডেতে আনন্দ শোভাযাত্রা।

 রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “কমিউনিটি পুলিশংয়ের মূলমন্ত্র,শান্তি -শৃঙ্খলা সর্বত্র”-“পুলিশই জণতা,জনতাই পুলিশ”-এই স্লোগানকে সামনে রেখে  নীলফামারীর ডোমারে কমিউনিটি পুলিশিং ডে -২০২২” উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯অক্টোবর)সকাল ১১টায় থানা চত্বরে  কমিউনিটি পুলিশং ফোরামের আয়োজনে , ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ উন নবীর সভাপতিত্বে ,  আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নিবাহী’ অফিসার মোঃ রমিজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক (অবঃ)খায়রুল আলম বাবুল, ডোমার প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান চয়ন, ডোমার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের, সাবেক কমাণ্ডার নুরন নবী,  সাবেক কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা  পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন কানিজ,  বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ভোগডাবুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশং এর সদস্য রাসেল বসুনিয়া প্রমুখ বক্তব্য রাখেন ।

বক্তারা বলেন, ভোটের জন্য আমরা জনপ্রতিনিধিরা অপরাধীদের নাম না বলি, তাদের ছাড়াতে চেষ্টা করি তা হলে হবে না,ওই ২/১টি ভোট আমাদের  দরকার নেই। সামাজিক সম্প্রীতি ভেঙে পড়েছে, অপরাধ দমনে পরিবারকেই এগিয়ে আসতে হবে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ স্থানে দায়িত্ব পালন করি,তাহলে আমরা মাদক মুক্ত ডোমার, চুরি মুক্ত ডোমার অপরাধ মুক্ত ডোমার, বাল্যবিবাহ মুক্ত ডোমার গড়তে  পারব।ডোমার আইন শৃংখলা পরিবেশ ভালো। কমিউনিটি পুলিশং জনতা ও পুলিশের মধ্যে যোগাযোগ স্থাপন করে। জেলার মধ্যে ডোমার থানায় সবচেয়ে মামলা কম। বিভাগের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা। জাতীয় জরুরি সেবা (৯৯৯)অযথা ব্যস্ত না রাখি। পুলিশের সীমাবদ্ধতা জনতা জানতে পারে।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS