শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত

নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত

শরিফুল ইসলাম নড়াইল :; ‘ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৩। বৃহস্পতিবার (২ মার্চ) জেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে দিবসের শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি , আলোচনা সভা ও ভোটার সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিুর রহমান।

এ উপলক্ষ্যে একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলা নির্বাচন অফিসে ভোটার সেবা কার্যক্রম পরিচাললিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS