বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলেই নির্বাচনে যাবে বিএনপি -দুলু

তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলেই নির্বাচনে যাবে বিএনপি -দুলু

ইসাহাক আলী, নাটোর, ২৬ ফেব্রুয়ারী-বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলেই নির্বাচনে যাবে বিএনপি। তত্বাবধায়ক বা অন্তবর্তীকালীন কোন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এ আন্দোলন সংগ্রাম।  যা আদায় হলেই মানুষের ভাতের ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আজ দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর সদর ও পৌর যুবদলের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি ও যুবদলের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী দিনে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদায়েন আন্দোলনে যুবদল নেতাকর্মিদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান দুলু।

৯৭ বার ভিউ হয়েছে
0Shares