মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের লালপুরে ভুটভুটি উল্টে স্বামী স্ত্রী নিহত

নাটোরের লালপুরে ভুটভুটি উল্টে স্বামী স্ত্রী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ভুটভুটি উল্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।
স্থানীয়রা জানায়, সকালে ট্রেন যোগে নওগাঁ যাওয়ার জন্য তারা ভুটভুটিযোগে আজিমপুর স্টেশনে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিটি উল্টে গেলে দুর্ঘটনা ঘটে। ভুটভটিতে শুধু ওই দুজন যাত্রী ছিল স্থানীয়রা তাদেরকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৪২ বার ভিউ হয়েছে
0Shares