শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড় : পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। এসময় তিনি বলেন, দেশের শিল্প-সংস্কৃতির আঁতুড়ঘর শিল্পকলা একাডেমি।
দেশব্যাপী শিল্প সংস্কৃতি চর্চার বিকাশ ও প্রসারে ১৯৭৪ সালের ১৯ ফেব্রæয়ারি শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেই থেকে শিল্পকলা একাডেমি জাতীয় ও স্থানীয়ভাবে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির যুগ্ম সম্পাদক নূরনবী জিন্নাহ।
এসময় জেলা শিল্পকলা একাডেমির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ লিটন, শহীদুল ইসলাম শহীদসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে শিল্পকলা একাডেমীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

২৫ বার ভিউ হয়েছে
0Shares