শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়ায় ডাহুক নদীতে গোশল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

তেঁতুলিয়ায় ডাহুক নদীতে গোশল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি:  তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাবুব (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪ নম্বর শাaলবাহান ইউনিয়নের লোহাকাচী সংলগ্ন  ডাহুক নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মাহাবুব উপজেলার ২ নম্বর তিরনইহাট ইউনিয়নের পিঠা খাওয়া গ্রামের আইনুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,মামার বাড়ি বেড়াতে গিয়ে দুপুরে বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে মাহাবুব। একপর্যায়ে ডাহুক নদীতে তলিয়ে যায়। এ সময় তার অন্য বন্ধুরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশেপাশে থাকা লোকজন ছুটে নদীতে নেমে খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় মাহাবুবকে উদ্ধার করে এবং তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ডাহুক নদীর পানিতে ডুবে শিশু মাহাবুব নিহতের সত্যতা  নিশ্চিত করেন।
৭০ বার ভিউ হয়েছে
0Shares