বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
চরমোনাইর ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপ্তি

চরমোনাইর ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপ্তি

চরমোনাই থেকে ফিরে, আশিকুর রহমান সবুজ, গাজীপুরঃ  মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করে আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী চরমোনাইর ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিল সমাপ্ত হয়েছে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলনের আমীর চরমোনাইর পীর সাহেব মাওলানা সৈয়দ মোঃ রেজাউল করিম। কীর্তনখোলা নদীর তীরে লাখো ভক্ত-মুরিদ মোনাজাতে অংশগ্রহণ করেন। এর আগে ফজরের নামাজের পর পীর চরমোনাই মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন। বয়ানে পরকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতির নসিহত করে বলেন, এ দুনিয়া থাকার জায়গা না। তাই কোনো বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ার মোহে পড়তে পারে না। আখেরি মোনাজাত পূর্বক ফজর বাদ শেষ বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, হেদায়েত হলো মানুষের জন্য সর্বোত্তম নেয়ামত। এ জন্যই হেদায়েত নামক অমূল্য সম্পদটি আল্লাহপাক তার নিজের হাতে রেখেছেন। এ সম্পদটি তিনি বান্দাকে নিজ হাতে দিতে চান। তবে এ জন্য আমাদের শুধু মাওলার কাছে চাইতে হবে। মন থেকে কেউ হেদায়েত চাইলে আল্লাহপাক অবশ্যই তাকে হেদায়েত দিয়েই দেবেন। এ জন্য বেশি বেশি হেদায়েত চাইতে হবে। তিনি আরো বলেন, দুনিয়া হলো আখেরাতের কামাইয়ের জায়গা।

উল্লেখ্য, বরিশালে চরমোনাইর ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল গত বুধবার বাদ জোহর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। বছরে দুটি মাহফিলের মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি বেশি গুরত্বপূর্ণ হিসাবে গণ্য করেন চরমোনাই পীর অনুসারীরা। মাহফিলে মোট ৬ টি মাঠ পরিপূর্ণ ভরাট ছিলো মুসল্লীদের উপস্থিতিতে।

৬৭ বার ভিউ হয়েছে
0Shares