বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে চলচ্চিত্র উৎসব শুরু

পঞ্চগড়ে চলচ্চিত্র উৎসব শুরু

পঞ্চগড় : ‘সবার জন্য চলচ্চিত্র,সবার জন্য শিল্প সংস্কৃতি’ এই শ্লোগান নিয়ে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে তৃতীয় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি ১৫ দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করেছে।
পঞ্চগড়ের প্রবীণ গণমাধ্যমকর্মী ও জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ প্রদর্শনীর উদ্বোধন করেন।
চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। এবার পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সমকালীন চলচ্চিত্র,নারী নির্মাতাদের চলচ্চিত্র,মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র,ধ্রুপদী চলচ্চিত্র ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রসহ পাঁচ বিভাগ ।
উৎসবটি সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত। অর্থাৎ বিনাম‚ল্যেই এখানে চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন দর্শক।
উৎসবে উদ্বোধনী দিনে দেখানো হয় ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’।
উৎসবের ১৫ দিন থাকছে আলোচিত সব সিনেমা। এর মধ্যে রয়েছে জহির রায়হানের বেহুলা, হুমায়‚ন আহমেদের শ্যামল ছায়া, ফতেহ লোহানী প্রযোজিত ও পরিচালিত আসিয়া, মোস্তফা সরওয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মত সিনেমা।
উৎসবের শেষ দিনে প্রদর্শিত হবে রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনাজলের কাব্য।
অনুষ্ঠানে উৎসবের আহবায়ক ও জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির মিজানুর রহমান বাবলু, মির্জা সাবদারুল ইসলাম মুক্তা ও যুগ্ম সম্পাদক নূরনবী জিন্নাহ বক্তব্য দেন।

১৯৭ বার ভিউ হয়েছে
0Shares