শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে অনৈতিক কার্যকলাপে পুলিশ কনেস্টবল ক্লোজড

পঞ্চগড়ে অনৈতিক কার্যকলাপে পুলিশ কনেস্টবল ক্লোজড

পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলায় এক নারীর সাথে অনৈতিক কার্যকলাপের অভিযোগে শেখ রেজোয়ান আহম্মেদ (৩৫) নামে এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা সহ আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় সহায়তায় জেলার বোদা উপজেলার গরুহাটি থানার ডাঙ্গা এলাকায় তাকে ওই নারীর বাড়িতে থাকা অবস্থায় আটক করা হয়।
আটক পুলিশের কনেস্টবল শেখ রেজোয়ান আহম্মেদ নীলফামারী সদরের শেখ শাহিদার রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক ভাবে জানা যায়, বিয়ের কথা বলে গরুহাটি থানার ডাঙ্গা এলাকার এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে রেজোয়ান।
গত বৃহস্পতিবার ১৬ফেব্রুয়ারী দিবাগত গভির রাতে প্রেমের সূত্রে ওই গৃহবধূর নিজ বাড়িতে অনৈতিক কার্যকলাপের সময় স্থানীয়দের হাতে আটক হয় ওই পুলিশের কনেস্টবল।
বোদা থানার ওসি সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রতিক্ষনকে বলেন, পুলিশ কনেস্টবল রেজোয়ানের বিরুদ্ধে এক নারীর সাথে অনৈতিক কার্যকলাপে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে তাকে ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনে নেয়া হয়েছে।

৩০৬ বার ভিউ হয়েছে
0Shares