শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মামলার বাদীকে জেল হাজতে প্রেরণ

মামলার বাদীকে জেল হাজতে প্রেরণ

পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত অপহরণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ আদেশ দেন। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মান্নান প্যাদার ছেলে জসীম উদ্দিন।
জানা যায়,২০২২ সালের আগস্ট মাসে মামলার বাদী জসিম উদ্দিন তার পিতা মান্নান প্যাদাকে অপহরণের অভিযোগে সাত জনকে আসামি করে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। যার নং; সি,আর- ১০৫৯/২০২২ আদালত দীর্ঘ শুনানি ও তদন্তের পরে জানতে পারে ভিকটিম আত্মগোপনে ছিলেন। তাই মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এদিকে, মিথ্যা মামলার বাদীকে জেল হাজতে প্রেরণে বিচার প্রত্যাশীদের মধ্যে আরও আস্থা সৃষ্টি হাওয়ার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে জানান বিজ্ঞ আইনজীবীরা।
৯০ বার ভিউ হয়েছে
0Shares