শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীর কাঁচাবাজারে নৈরাজ্য

পটুয়াখালীর কাঁচাবাজারে নৈরাজ্য

পটুয়াখালী প্রতিনিধি ; চলমান বৃষ্টিতে দিন দিন দুর্ভোগ বাড়ছে সাধারন মানুষের। এসবের মধ্যে এই বন্যার অজুহাত দেখিয়ে পটুয়াখালী জেলার সকল হাট-বাজার গুলোতে সবজির দাম নিয়ে চলছে এক ধরনের নৈরাজ্য ৬৫-৮০টাকার নিচে মিলছে না কোন সবজিই। সবজির দাম নিয়ে ব্যবসায়ীরা বলেন, চতুর্দিকে নানা কারনে সবজি সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। আর তাই রীতি অনুযায়ী দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ চাহিদার সঙ্গে যোগানের গাটতি হলে যেমন দাম বাড়ে তেমনি যোগান পরিমিত হলে চাহিদা অনুযায়ী দাম কমে যাওয়ার কথা। কিন্তু সবজি ব্যবসায়ীরা যতই ঘাটতির কথা বলেন, ততই তাদের কাছে সবজি আরো বেমি দেখা যায়। চালের বাজারেও বিরাজ করছে একই অবস্থা মাস কানের আগে হঠাৎ বেড়ে যাওয়া দাম আর নতুন চাল আমদানির পরেও দাম বেড়েছে। চালের দাম সম্পর্কে পটুয়াখালী নিউ মার্কেটের চাল ব্যবসায়ী শহিদুল ইসলাম আর সবজি বিক্রেতা মো. সুলতান মিয়া জানান, বৃষ্টির কারনে সব জায়গায় দাম বেশি দেখা দিয়েছে। বহু সবজি পানিতে নষ্ট হচ্ছে। আর রাস্তা য়াটের বেহাল দশার কারনে যেসব সবজি আসছে বহু সময় পর এসব কারনে সবজির সরবরাহ একন যে কোনো সমেের তুলনায় কম।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS