বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীর ৩টিতে নৌকা ও ১টিতে জাপা প্রার্থী বিজয়ী

পটুয়াখালীর ৩টিতে নৌকা ও ১টিতে জাপা প্রার্থী বিজয়ী

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর ৩টিতে নৌকা ও ১টিতে জাপা প্রার্থী বিজয়ী। পটুয়াখালীতে ৪টি আসনের ৩টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার তিন মাঝি। জেলার শুধুমাত্র ১টি আসনে জয় পেয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী। ফলাফলের এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা রিটানিং অফিসার।
বিজয়ী জাপা প্রার্থী হলেন পটুয়াখালী-১ আসনের এবিএম রুহুল আমিন হাওলাদার। পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের ১৫৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি ৮১হাজার ৫০৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৬হাজার ৮৭৪ভোট। এ এলাকায় মোট ভোটার সংখ্যা হল ৪ লাখ ৭৩হাজার ২৫৭জন।
এদিকে, পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ স ম ফিরোজ নৌকা প্রতীকে ১লাখ ২৪হাজার ৩০৯ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী মো. মহসিন হাওলাদার ২হাজার ৯৫৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এই এলাকায় মোট ভোটার সংখ্যা হলো ২লাখ ৯৩হাজার ৩২৪জন।
এছাড়া, পটুয়াখালী-৩ ( দশমিনা-গলাচিপা) নির্বাচনী এলাকার ১২৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা নৌকা প্রতীকে ৯৪হাজার ৪১৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক লে. জেনারেল আবুল হোসেন ঈগল প্রতীকে ৫৯হাজার ২৪ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৫১হাজার ৩৬৭জন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের ১১০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিব্বুর রহমান নৌকা প্রতীকে ৫৬হাজার ২৫৯ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান পেয়েছেন ৪৫হাজার ৪০২ভোট। এআসনে মোট ভোটার সংখ্যা হল৷ ২লাখ ৮৯হাজার ৬৯৪ জন।
৫০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS