মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় অবৈধভাবে মাটি কাটায় অর্থদন্ড

কলমাকান্দায় অবৈধভাবে মাটি কাটায় অর্থদন্ড

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি,: নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে মাটি কেটে টপসয়েল বিনষ্ট করা ও অনুমোদন ব্যতীত জমির শ্রেণির পরিবর্তন করার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত। পরে ওই আদালত লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে এক ব্যাক্তিকে ২০টাকা জরিমানা করা করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন রফিকুল ইসলাম (৩৬), নাছির উদ্দিন (২৭) ও মঈন উদ্দিন (২৮)।
মঙ্গলবার সন্ধ্যায় পোগলা ইউনিয়নের গুতুরা বাজারের পাশে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  ইউএনও মো. আবুল হাসেম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই ব্যক্তিকে মাটি কাটার অপরাধে ৬০ হাজার টাকা লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে এক ব্যাক্তিকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।
৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS