বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

কলমাকান্দায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেছেন।
 আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেসব্রিফিংয়ে ইউএনও জানান, ১০ নভেম্বর  ডিজিটাল উদ্ভাবনী মেলা শহীদ মিনার সংলগ্ন মাঠে দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
মেলায় বিভিন্ন উদ্ভাবনী মূলক কার্যক্রম, অনলাইনে জাতীয় কুইজ প্রতিযোগিতা,সরকারী বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, ই-কমার্স
উদ্যোক্তা, শিক্ষার্থী, সুশীল সমাজ সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রচারনা চালানোর আহ্বান করেন। এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদের  চেয়ারম্যান যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান  ও আফরোজা বেগম শিমু , সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও  সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক মো. ফখরুল আলম খসরু, উপজেলা আওয়ামী  যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি  আব্দুর রশিদ আকন্দ, দৈনিক যুগান্তর প্রতিনিধি  প্রান্ত সাহা বিভাস, দৈনিক সমকালের প্রতিনিধি শেখ শামীম, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মো. কামাল পাশা, দৈনিক জনতার প্রতিনিধি রিনা হায়াৎ, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মো. রিপন মিয়া ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি  মো. আব্দুর রশিদ প্রমুখ।
৩৮ বার ভিউ হয়েছে
0Shares