বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

কলি হাসান দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ; নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখা। সোমবার দুপুরে ঘন্টাব্যাপী পৌর শহরের এম কে সি এম মোড়ে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রূপক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সহ-সভাপতি কবিরুল ইসলাম, নূর আলম খান, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, এইচএসসি পরীক্ষার্থী সাদেকুল ইসলাম।

মানববন্ধনের দাবি সমূহ হল, আসন্ন এইচএসসি পরীক্ষা সহ সকল পরীক্ষা চলাকালে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করতে হবে। সুসং সরকারি মহাবিদ্যালয়ে অবিলম্বে অনার্স কোর্স চালু করতে হবে। শিক্ষা উপকরণের দাম কমাতে হবে। শিক্ষাখাতে পূর্ণ বিবেচনা করে বরাদ্দ বাড়াতে হবে।বক্তারা এসব দাবি বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS