বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাতনামা মহিলা মৃতদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাতনামা মহিলা মৃতদেহ উদ্ধার

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : পূর্বধলা থানার পুলিশ শনিবার সকাল ৯টার দিকে খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারের তালতলা মোড় এলাকার রাস্তার পাশে^ কলা গাছের নীচ থেকে এক অজ্ঞাতনামা মহিলা (৩২) মৃতদেহ উদ্ধার করেছে।

খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার জানান, সকালে এলাকাবাসী তালতলা বাজার এলাকায় রাস্তার পাশে কলা গাছের নীচে একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। আমি ঘটনাস্থলে পৌছে থানা পুলিশকে তাৎক্ষনিক বিষয়টি অবহিত করি। পুলিশ সকাল ৯টায় দিকে ঘটনাস্থলে পৌঁছে সুরত হাল রিপোর্ট তৈরী করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন জানান, সুরত হাল রির্পোট দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুই দিন আগে মহিলাটিকে হত্যা করে এখানে লাশ ফেলে রেখেছে। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS