বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঁশখালীতে জনসম্মুখে আরো ১ জনকে খুন, আহত-২, একমাত্র খুনী গ্রেফতার।

বাঁশখালীতে জনসম্মুখে আরো ১ জনকে খুন, আহত-২, একমাত্র খুনী গ্রেফতার।

এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম) থেকেঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় কহিনুর ক্যামিকেল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি রংপুরের দুদু মিয়া সরকার খুনের রক্তের দাগ না শুকাতেই চার দিনের মাথায় এক মাদকাসক্তের উপর্যোপুরি ধারালো দায়ের কোপে নির্মমভাবে খুন হয়েছে কোরবান আলী(৩০) নামে দরিদ্র এক রিক্সা চালক। বাঁশখালী থানা পুলিশের আন্তরিক তৎপরতায় ঘটনার সাথে সাথে সাঁড়াষি অভিযান পরিচালনা করে একমাত্র অভিযুক্ত খুনি জমির উদ্দিন প্রকাশঃ কালু ডাকাতকে গ্রেফতার করে আইনে সোপর্দ্দ করেছে। অভিযুক্ত ঘাতক কালু ডাকাত পুর্ব শিল্কুপ গ্রামের ইকোপার্ক রোডস্থ আদর্শ গ্রামের মৃত জাকির মেম্বারের ছেলে বলে জানা গেছে।
১৪ জানুয়ারী’২৩ ইং শনিবার সন্ধ্যা ৭টার সময় বাঁশখালী উপজেলার শিল্কুপ ইউনিয়নের ইকোপার্ক সড়কে জনৈক অপু মিয়ার চা দোকানের সামনে জন সম্মুখে পৈচাশিক এ নির্মম হত্যাকান্ড সংঘঠিত হয়। নিহত রিক্সা চালক কোরবান আলী উপজেলার পুর্ব শিল্কুপ ইকোপার্ক রোডস্থ আদর্শ গ্রাম এলাকার মৃত হাকিম আলীর পূত্র। এ ঘটনায় আরো দু’জন মারাত্বকভাবে আহত হয়েছে। তারা হলেন, একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে আবু ছৈয়দ (৫১) ও কবির আহামদের ছেলে মীর হোসেন (২৫)।
ঘটনার বিবরনে প্রকাশঃ নিহত কোরবান আলীর সাথে অভিযুক্ত ঘাতক কালু ডাকাতের জমি নিয়ে দির্ঘদিনের বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় ইকোপার্ক রোডস্থ আদর্শ গ্রামের পাশে অপু মিয়ার চা’দোকান এলাকায় কোরবান আলী সহ আহতরা খোশগল্পে মগ্ন ছিল। এমন সময় অভিযুক্ত ঘাতক জমির উদ্দিন প্রকাশ কালু ডাকাত গাঁজা খেয়ে মাতাল অবস্থায় ঘটনাস্থলে এসে নিহত কোরবান আলীকে উদ্দেশ্য করে গালাগালী করলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কালু ডাকাত জনসম্মুখে তার হাতে থাকা ধারালো দা দিয়ে কোরবান আলীকে উপর্যোপুরী কুপিয়ে মারাত্বকভাবে আহত করে। এসময় উপস্থিত আবু সৈয়দ, মীর হোসেন কোরবান আলীকে বাঁচাতে এগিয়ে আসলে ঘাতক কালু ডাকাত তাদেরকেও কুপিয়ে মারাত্বকভাবে জখম করে চলে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে রাত ১০ টার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় দরিদ্র রিক্সাচালক কোরবান আলী মৃত্যুবরন করে। অভিযুক্ত ঘাতক জমির উদ্দিন প্রকাশঃ কালু ডাকাত একজন পেশাদার ডাকাত, নেশাখোর ও গাঁজা ব্যবসায়ী বলে জানা গেছে। এ ব্যাপারে নিহত কোরবান আলীর স্ত্রী রোজি আক্তার বাদি হয়ে শুধুমাত্র জমির উদ্দিনকে একমাত্র আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার পরপরই বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিনের বিশেষ নির্দেশনায় পুলিশ একাধিক টীম তাৎক্ষনিকভাবে সাঁড়াষী অভিযান পরিচালনা রাতেই অভিযুক্ত ঘাতক জমির উদ্দিন প্রকাশঃ কালু ডাকাতকে নেশাগ্রস্থ অবস্থায় ধারালো ২ টি দা’সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ১৫ জানুয়ারী রোববার আদালতে সোপর্দ্দ করলে ঘাতক কালু ডাকাত  বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট মো. মাইনুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেন বলে জানা গেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন, জমির উদ্দিন প্রকাশ কালু ডাকাত বিভিন্ন মামলার দাগি আসামি এবং চিহ্নিত মাদকাসক্ত। কোরবান আলী সহ অন্যান্যদের কুপিয়ে আহত করার খবর পাওয়ার সাথে সাথেই অভিযান পরিচালনা করে অভিযুক্ত জমির উদ্দিন প্রকাশঃ কালু ডাকাতকে গ্রেফতার করে আইনে সোপর্দ্দ করা হয়েছে এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক।
উল্লেখ্যঃ গত ১০ জানুয়ারী’২৩ ইং মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নে কহিনুর ক্যামিকেল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি রংপুরের দুদু মিয়াকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করার ৪ দিনের মাথায় কোরবান আলীকে হত্যার ঘটনায় সাধারন জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্ঠি হলেও দুটি খুনের ঘটনায় থানা পুলিশ কঠিন পেশাদারিত্বের পরিচয় দিয়ে ২৪ ঘন্টার মধ্যেই খুনের মূল হোতাদের গ্রেফতার করায় পুলিশ প্রশাসনের প্রতি জনগনের অাস্থা ও সন্তোষ্টি প্রকাশ পেয়েছে। সোস্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিনকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা ভাইর‍্যাল হয়েছে।
২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS