শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাবেক মেয়র আ,জ,ম নাসিরকে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের অভিনন্দন।

সাবেক মেয়র আ,জ,ম নাসিরকে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের অভিনন্দন।

মোহাঃ রবিউল আলম, চট্টগ্রাম নগর প্রতিনিধিঃ কথিত সরকার উৎখাত আন্দোলনের নামে বিএনপি জামায়াত চক্রের অরাজকতা সৃষ্ঠি ও জনগনের জানমাল রক্ষায় আওয়ামীলীগের কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ টার সময় দারুল ফজল মার্কেটের সামনে বনফুল চত্বরে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শফিকুল ইসলাম ফারুখের সঞ্চালনায় মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি নুরুল আলম মিয়া ও সাধারন সম্পাদক শাহ আলম ভুঁইয়ার নেতৃত্বে দৃষ্ঠিনন্দন এক মিছিল শান্তি সমাবেশে এসে যোগ দিলে সমাবেশস্থল কানায় কানায় ভর্তি হয়ে উঠে এবং উপস্থিত জনতা দাঁড়িয়ে করতালী দিয়ে সম্মিলিত হকার্স ফেডারেশনের নেতৃবৃন্দ ও হকার্সদের অভিনন্দন জানান। সমাবেশের অন্যতম বক্তা সাবেক সচিক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ,জ,ম নাসির উদ্দিন নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসারত সকল হকার্সদের প্রতি সহানুভুতিশীল হয়ে আসন্ন ঈদ সহ সবসময় যাতে হকাররা রাস্তার শান্তি শৃংখলা বজায় রেখে তাদের ব্যবসা যাতে নির্বিঘ্নে পরিচালনা করতে পারে সে ব্যাপারে সরকার ও প্রশাসন আন্তরিক থাকবে বলে জানান। হকাররা রাস্তায় ব্যবসা করে তাদের পরিবারের ভরন পোষন নির্বাহের পাশাপাশি তাদের সন্তানদের সুশিক্ষিত করে দেশ ও জাতীর কল্যানে গূরুত্বপুর্ন ভূমিকা রাখছেন বলেও জানান দরিদ্র হকার্সদের অভিভাবক খ্যাত নেতা আ,জ,ম নাসির উদ্দিন। দলের মুল সমাবেশে নিপিড়িত হকার্সদের কথা বিশেষভাবে স্মরন করে হকার্সদের ব্যাপারে কথা বলার কথা শুনে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারশনের কেন্দ্রিয় সভাপতি মীরন হোসেন মিলন, সিনিয়র সহ সভাপতি নুরুল আলম মিয়া ও সাধারন সম্পাদক শাহ আলম ভুঁইয়া আ,জ,ম নাসির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানান। এসময় ফেডারেশন নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুধির বাবু, শাহিন আহামদ, মাছুম, দুলাল, মঞ্জু, এয়াছিন, সোহেল, রিপন প্রমুখ।
১৭৪ বার ভিউ হয়েছে
0Shares