শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মেয়র মোস্তফার নিজস্ব ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ 

রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মেয়র মোস্তফার নিজস্ব ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ 

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নিজস্ব ব্যবস্থাপনায় নগরীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার ও শনিবার ৭, ৮, ৯, ১৯, ২৩, ২৪ ও ২৫নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, মোঃ জাহেদুল ইসলাম, ২১নং ওয়ার্ড জাতীয় জাতীয় পার্টির সভাপতি মোঃ আনিছুর রহমান (আনিছ) ও জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফসহ জাতীয় পার্টি রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মেয়র মোস্তফার নিজস্ব ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে নগরীর ৩৩টি ওয়ার্ডে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS