বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার রাতে রংপুর টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জাহেরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলার সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর সভাপতি মোঃ আশরাফুদ্দৌলা আরজু, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ লিটন পারভেজ, যূগ্ম সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজার রহমান চাঁন, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ এমদাদ হোসেন, ইস্পাহানী চা এর রংপুর বিভাগীয় রিজিওনাল ম্যানেজার শাহাদত হোসেন, সালেক মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, তরুন সমাজ সেবক ও সামাজিক সংগঠক আলহাজ্ব মোঃ তানভীর হোসেন আশরাফি, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবু।
এ সময় রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ এবং শাখা কমিটির নেতৃবৃন্দের পুষ্পমাল্য ও ক্রেষ্ট দিয়ে অভিষিক্ত করা হয়। সেই সাথে অনুষ্ঠানের সম্মানিত অতিথি রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহাবুদ্দিনকে আজীবন সদস্য ও সম্মাননা প্রদান করা হয়।
১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS