শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪র্থ দফায় টিসিবির পণ্য বিক্রি শুরু

রংপুরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪র্থ দফায় টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার ॥ রংপুর মহানগর এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪র্থ দফায় টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ৪র্থ দফায় রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৯৯ হাজার ২৬৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডেও মাধ্যমে  টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হচ্ছে। প্রতিটি কার্ডে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি পেঁয়াজ রয়েছে। যার মূল্য নিদ্ধারণ করা হয়েছে ৪৪৫ টাকা। গতকাল সোমবার (১লা আগস্ট) সকালে রংপুর মহানগরীর ১৯ নং ওয়ার্ডের রাধাবল্লভ প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মুল্যে নি¤œ আয়ের মানুষের নিকট নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতেমা, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী ও প্রশাসনিক কর্মকর্তা নাইম উল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS